নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ এখন থেকে ২৫ বছর হলেই নিতে পারবে করোনা ভাইরাসের ভ্যাকসিন। শতভাগ টিকার আওয়াত আনার লক্ষে আরও একধাপ এগিয়ে গেল দেশ। দেশে করোনার সংক্রমণ রোধে করোনা টিকা গ্রহনের সর্বনিন্ম বয়স ৩৫ থেকে কমিয়ে ২৫ বছরে আনা হয়েছে।
এখন থেকে জাতীয় পরিচয় পত্র থাকলেও তাবে বয়স ২৫ হলেই করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহনের জন্য রেজিষ্টেশন করতে পারবে বাংলাদেশের নাগরীকরা।
টিকার জন্য নিবন্ধনের সুরক্ষা অ্যাপেও পরিবর্তন আনা হয়েছে বয়সের নতুন সীমা । ২৫ ও তুদূর্ধ্ব বয়সীরাও টিকার জন্য নিবন্ধন করতে পারবেন এখন থেকে।