নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ভারতিয় মুসলমানদের আসন্ন ঈদুল আজহায় গরু কুরবানি করতে নিষেধ করেছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।
লেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির সদস্যপদ গ্রহণের অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। গরুর বদলে তিনি ছাগল কুরবানি করার পরামর্শও প্রদান করেছেন।
কারন হিসেবে তিনি বলেন, হিন্দুরা গরুকে দেবতা হিসেবে মানে। তাই তাদের দেবতা গরুকে কুরবানি করে তাদের ভাবাবেগে আঘাত করা হবে। একটি বিরাট অংশের মানুষের ভাবাবেগে আঘাত করে গরু কুরবানি করা উচিৎ নয় বলেও উল্লেখ্য করেন তিনি।
গরু কুরবানির বিষয়ে কঠোর নিষেধ করে তিনি বলেন, গরু কুরবাদনিকে কেন্দ্র করে তেলেঙ্গায় কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে পুলিশ তা কঠিন ভাবে দমন করবে। pressnarayanganj , newsnarayanganj, live narayanganj , livenarayanganj,