নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ গরুর জন্য শীতের পোশাক সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের অযোধ্যা নগরীতে স্থানীয় পৌরসভা কর্তৃপক্ষ।
পৌর কমিশনার নিরাজ শুকলা বলেছেন, ৩-৪ ধাপে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে গরুর শীতের পোশাক বানাতে দেওয়া হয়েছে। প্রথমে বাছুরের জন্য ১০০ পোশাক বানাতে দেওয়া হয়েছে। নভেম্বরের শেষ নাগাদ প্রথম ডেলিভারি আসবে।
তিনি আরো জানান, বাইশিংপুর এলাকায় গরুর আশ্রয়কেন্দ্র গুলোতে ৭০০ টি ষাড় সহ মোট ১২০০ গরু ও বাছুর রয়েছে। গরুর জন্য পাটের বিশেষ রকম পোশাক বানানো হচ্ছে। প্রতিটি পোশাকের খরচ পরছে ২৫০-৩০০ রুপি।
গরুর আশ্রয় কেন্দ্র গুলোতে রাখা হচ্ছে আগুন জ্বালানোর ব্যবস্থা, যাতে করে গরু তীব্র শীত থেকে রক্ষা পাবে । বাছুরের আরামের জন্য রাথা হবে খর-কুটো, জানিয়েছন পৌর কমিশনার নিরাজ শুকলা বলেছে।