নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ভূ-গর্ভ এবং ভূ-পৃষ্ঠের পানির চেয়ে সবচেয়ে নিরাপদ বৃষ্টির পানি। বিজ্ঞানীদের গবেষনা অনুযায়ী বাসায় সাপ্লাই পানি এবং ডিপ টিউবলের পানিতে যথাক্রমে ক্লোরিন এবং ফ্লোরিন থাকে। যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।
ভিডিও দেখুন…
আরও পড়ুনঃ-নারায়ণগঞ্জে আসার পথে বাসের ভেতরে ড্রাইভার সহ ৬ জন মিলে গনধর্ষণ
কিন্তু বৃষ্টির পানিতে কোন রাসায়নিক না থাকায় তা আমাদের জন্য খুবিই উপকারী। শুধু তাই নয়, নিয়মিত বৃষ্টির পানিতে থাকা এলকালাইন PH শরীরে ক্যান্সার জীবানুর বিস্তার রোধ করে। এছাড়া বৃষ্টির পানি ভিবিন্ন রোগ প্রতিরোধ সহ বহু রোগের প্রতিকার করে।