নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ৩০ ডিসেম্বর রবিবার বাংলাদেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটকেন্দ্রে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেগ ভোটার সহ ভোটকেন্দ্রে অপ্রয়োজনীয় জিনিস-দ্রব্য বহনের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তবে ভোটার ভোট প্রদানে জন্য প্রয়োজনীয় জিনিস বহন করতে পারবে বলেও যানিয়েছেন নির্বাচন কমিশন।
ভোটকেন্দ্রে জন্য প্রয়োজনীয় জিনিস পত্র……
- ভোটের স্লিপঃ-ভোট প্রদান করার জন্য অবশ্যই ভোটের স্লিপ সঙ্গে আনতে হবে।
- জাতীয় পরিচয়পত্রঃ জাতীয় পরিচয় পত্র সঙ্গে না আনলেও ভোট প্রদান করা যাবে। তবে সঙ্গে রাখা ভাল। টেকনিক্যাল কোন সমস্যা দেখাদিলে তা সমাধানে সুবিধা হবে।
- ভোটারের সহযোগীঃ ভোটার অসুস্থ বা শারীরিক প্রতিবন্ধী হলে তার সাথে একজন সহোযোগী রখেতে পারেবে।
- সাথে রাখা যাবেনা কোন ব্যাগ, মোবাইল ফোন ও বিস্ফোরক ও দাহ্য কোনও পদার্থ।
- মোবাইল ফোন সাথে থাকরে তা অফ করে পুলিং এজেন্ডের কাছে রেখে ভোট প্রদান করবেত হবে।