নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ হটাৎ করেই নারায়ণগঞ্জে বেড়ে গেল করোনায় সংক্রমন। গত মাস গুলোর মধ্যে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে সার্বোচ্চ। গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জের সিটি এলাকায় গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৩ জন। এছাড়াও জেলার সকল উপজেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। news narayanganj24, pressnarayanganj24
গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে ৩ জন। মৃত ৩ জনের মধ্যে রুপগঞ্জ উপজেলায় ১ জন, সদর উপজেলায় ১ জন এবং বন্দর উপজেলায় ১ জন। মৃত ব্যাক্তিদের মদ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী। তাদের বয়স যথাক্রমে ৬০,৪৩,৫৬ বছর।
গত ২৪ ঘন্টায় নতুন করে সিটি এলাকায় করোনায় আক্রান্ত হয়েছে ২৩ জন। এছাড়াও সোনারগাঁ উপজেলায় ৭ জন , বন্দর উপজেলায় ৪ জন, রুপগঞ্জ উপজেলায় ২ জন, আড়াইহাজার উপজেলায় ১ জন এবং নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে।
১লা সেপ্টেম্বর মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। নারায়ণগঞ্জের করোনার আপডেট
জেলায় গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৪২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রুগীর সংখ্যা দাড়াল ৬৪১২ জনে। আক্রান্ত ৬৪১২ জনের মধ্যে মৃত্যু বরণ করেছে ১৩৬ জন এবং সুস্থ হয়েছে ৬০৪০ জন। bangladesh protidin
গত ২৪ ঘন্টায় জেলার সকল উপজেলা ও সিটি এলাকা থেকে ২৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সদর এলাকা থেকে ৩১ জনের, সোনারগাঁ থেকে ২৪ জনের, বন্দর থেকে ১৮ জনের, রুপগঞ্জ থেকে ১৩ জনের, ইউএস বাংলার মাধ্যেমে ৮৫ জনের,৩’শ শয্যা হাসপাতাল থেকে ৮২ জনের, নমুনা সংগ্রহ করা হয়েছে।
নতুন নমুনা ২৮৮ টি সহ জেলা থেকে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৮২২৪ জনের,যার মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে ৬৪১২ জনের এবং মৃত্যুবরণ করেছে ১৩৬ জন।
তবে আক্রান্তদের মধ্যে মোট সুস্থতার সংখ্যা ৬০৪০ জন।
আরও পড়ুন…