নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সারাদেশের মতো নারায়ণগঞ্জেও ভয়ঙ্কর রুপ ধারন করছে করোনা ভাইরাস। পূর্বের আক্রান্তের রেকর্ড ভেঙ্গে প্রায়ই নতুন আক্রান্তের রেকর্ড হচ্ছে নারায়ণগঞ্জে।
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে ৩ জন। মৃত্যু বরণকারী ৩ জনের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী। মৃত্যু হওয়া ২ জন পুরুষের মধ্যে একজনের বয়ষ ৪০ বছর, সে জেলার সোনারগাঁও উপজেলার বাসীন্দা। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে সে নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন । সেখানেই তার মৃত্যু হয়।
মৃত্যু হওয়া আরেক জন পুরুষের বয়ষ ৭৫ বছর, সে নারায়ণগঞ্জ সিটি এলাকার বাসিন্দা ছিলেন। এছাড়াও করোনা মৃত্যু হওয়া নারীর বয়ষ ৫২ বছর, সে জেলার সদর উপজেলার বাসিন্দ ছিলেন।
গত ২৪ ঘন্টায় করোনার দ্বিতীয় ঢেউয়ের নারায়ণগঞ্জে নতুন করে রেকর্ড সংখ্যক আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তে সংখ্যা ১৩৯ জন।
৬ এপ্রিল মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের প্রদানকৃত তথ্য মোতাবেগ এসকল তথ্য পাওয়া যায়।
নতুন আক্রান্ত ১৩৯ জন সহ জেলায় মোট করোনায় আক্রান্তের সখ্যা ১০ হাজার ৭ শত ৯৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেসি আক্রান্ত হয়েছে সিটি এলাকায় ৫১ জন। এছাড়াও রুপগঞ্জে ৪৮ জন,সদরে ৯ জন, সোনারগাঁয়ে ২ জন, বন্দরে ২০ জন এবং আড়াইহাজারে নতুন করে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৯ জন।
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন সংগ্রীতি নমুনা সহ জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা ৮৯ হাজার ৫ শত ৬১ টি।