নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নির্বাচন কমিশন- সচিব হেলাল উদ্দীনি যানিয়েছেন , কোন প্রর্থীর মনোনয়ণ পত্র বাতিল হলেও নির্বাচনে অংশগ্রহন করার সুযোগ রয়েছ। তবে তকে বিধান মোতাবেক কার্য সম্পাদন করতে হবে।
তিনি বলেন, রিটার্নিং অফিসার কর্তৃক কোন প্রর্থীর মনোনয়ণ পত্র বাতিল হলে প্রার্থী ইসি-তে আপিল করতে পারবে।
ইসি থেকে জাচাই-বাছাই করার পর জদি তাকে বহল রাখে তাহলে প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে।
ইসি জদি তার প্রর্থীতা বাতিল করেও দেয়, তারপর সে হাইকোর্টে আবেদন করতে পারবেন।
হাইকোর্ট তার আবেদন মন্জুর করলে প্রার্থী আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দীনি এসব কথা বলেন।