নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় দুই জনের ফাসিঁর আদেশ আদালত। ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামীদের মধ্যে এজনের নাম ইউসুফ মেহেরদাদ। তবে নাম জানা জায়নি আরও একজনের।
আড়ও পড়ুনঃ-২০২১ সালের ফিতরা’র হার নির্ধরণ,জেনে নিন ফিতরার হার সমূহ
গত বৃহস্পতিবার আদালত ধর্মবিদ্বেষ বা ব্লাসফেমির অভিযোগ এনে ইউসুফ মেহেরদাদ সহ দুই জনকে ফাঁসির দণ্ডাদেশ প্রাদান করা হয়। ২০২০ সালের জুন মাসের দিকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় আদালত তাদের বিরুদ্ধে ধর্মবিদ্বেষের অভিযোগে আটক করে জেলহাজতে রাখা হয়।
ইরানের রাষ্ঠীয় আইন মোতাবেগ গত বৃহস্পতিবার আদালত ধর্মবিদ্বেষ বা ব্লাসফেমির তারে ফাসিঁর দন্ডাাদেশ দেওয়া হয়।