নারায়ণগঞ্জ বাণী২৪ঃ মহামারি করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ১লা জুন সোমবার দুপুরে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২ জুন মঙ্গলবার বাংলাদেশ পুলিশের মিডিয়া-পিএইচও এক ফেসবুক বার্তায় এ তথ্য নিশ্চিত করে। বাংলাদেশ পুলিশ
মৃত পুলিশ সদস্যের নাম শ্রী নিরোদ চন্দ্র মন্ডল (৫২)। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কণ্যা , এক পুত্র ও অসংখ্য আত্মীস্বজন রেখে যান।
সর্বশেষ তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের পল্লবী জোনের স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশের ব্যাবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে এবং সেখানে ধর্মীয় বিধান অনুসারে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে তার মরদেহ সৎকার করা হয়েছে। বাংলাদেশ পুলিশ
এর আগে তার করোনা পজেটিভ এলে তাকে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করে নিবির পর্যবেক্ষনে রাখা হলে সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
বর্তমান করোনাকালে জনগনের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে এ পর্যন্ত ১৬ জন পুলিশ সদস্য আত্মোৎসর্গ করলেন।