হামলা

মহাসড়কে অটোরিক্সা চলাচলে পুলিশের বাধা-ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বন্দরের মনদপুর এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অটোরিক্সা চলাচলে বাধা দেওয়ায় পুলিশ ও অটেরিক্সা চলকদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে । এতে এক অটোরিক্সা চলক সহ আহত হয়েছে দুই পুলিশ সদস্য।

৩০ মে বৃহস্পতিবার দুপুরে বন্দরে মদনপু এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ইষ্ট টাউনের গেটের সামনে এঘটনা ঘটে।

জানা গেছে, অটোরিক্সা চালক পুলিশের পূর্ব নির্দেশনা অমান্য করে মহাসড়কে অটোরিক্সা চালাছিল। পরে মহাসড়কে থাকা টহল পুলিশ তাতে বাধা দিলে অটোচালক ও পুশিশের মধ্যে বাক-বিতন্ড হয়। এক পর্যায়ে পুশি ক্ষিপ্ত হয়ে তাবে ঠাটি পেটা করলে ,পাশে থাকা লোক জন পুলিশের উপর ক্ষিপ্ত হয়।

অটোরিক্স্র চালকে লাঠিপেটা করার ঘটনা রাসেদ(৪০) নামের অটোচালক কে মদনপুর বারাকাহ হাসপাতলে চিকিৎসা প্রদন করা হচ্ছে। এঘটনা ছড়িয়ে পরলে কয়েক শত অটোরিক্সা চালক মদনপুর এলাকা প্রায় ২ ঘন্টা অবরোধ করে রাখে। এতে মহাসড়কে ১০ কিলোমিটার যাটজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত চালকদের বুঝিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ^াস দিলে

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাউয়ুম আলী সরকার জানান, মহাসড়কের উপর দিয়ে অটোবাইক, অটো রিকশা চলাচল নিষিদ্ধ। নিষিদ্ধ যানবাহন আটক করতে যায় টহল ডিউটিরত আর্ম পুলিশের সদস্য মেহেদী। এসময় পুলিশের উপরে তুলে অটোরিকশা। এতে পুলিশ সদস্য মেহেদী গুরুতর আহত হন। এ ঘটনা ঘটানোর পর অটোচালককে মারধর করা হয়েছে। বর্তমানে ওই আহত পুলিশ সদস্যকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পুলিশ

নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকুরি হারাবে-দেখানো হবে পলাতক

নারাায়ণগঞ্জ বাণী২৪.কম’নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকরি হারাবেন পুলিশ সদস্যারা, সেই সাথে তাদের পলাতক দেখানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন