নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আপনার হাতে থাকা মোবইল সেটটি কি বৈধভাবে বাংলাদেশ আনা হয়েছে নাকি অবৈধ ভাবে এসেছে তা এখন মাত্র ১ টি এসএমএস করে জানতে পারবেন খুব সহজে।
২২ জানুয়ারি প্রথমবারের মতো বাংলাদেশে চালু করা হয়েছে এই আইএমইআই ডাটাবেজ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এর উদ্ভোদন করেন।
তবে সব মোবাইলের তথ্য এখানি পাওয়া যাবেনা ডাটাবেজে। শুধু মাত্র ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে বৈধভাবে আমদানিকৃত এবং স্থানীয়ভাবে উৎপাদিত হ্যান্ডসেটের বেশিরভাগ মোবাইল ফোনের তথ্য এখানে আপালোড করা হয়েছে।
আপনার হাতের মোইলটির বৈধতা যাচাই করার জন্য KYD লিখে স্পেস দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে ১৬০০২ সেন্ড করে দিন। তার পর ফিরতি মেসেজে অপনাকে যানানো হবে আপনার মোবইল ‘টি ডেটাবেইজে সংরক্ষিত রয়েছে কি-না।
আরো খবর পড়ুন নিচের লিংকে….
- যে ৫ টি কোম্পানির পানি পানের অনুুুপযোগি ঘোষনা করল বিএসটিআই
- বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ-আবেদনের জন্য ক্লিক করুন