নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টার ঘটনায় এসআই সহ ২ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদস্যরা হলেন উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ও কনস্টেবল আফসার উদ্দীন।
জানা গেছে, শনিবার এক ফার্মেসিতে কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম সিরাজ ও কনস্টেবল আফসার উদ্দীন উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাপা সিরাপের প্যাকেটে দুটি ইয়াবা রেখে ফার্মেসি মালিক স্বপন কুমার সিংহকে আটকের চেষ্টা করে।
এক স্থানীয় জনতা উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের অবরোধ করে রাখে। এর একটি ভিডিও সাথে সাথেই সমাজিক যোগযোগ মাধ্যেমে ভাইরাল হয় ও স্থানীয় পত্রিকায় খবর প্রকাশ হয়।
অভিযুক্ত দুই পুলিশ সদস্য কমলগঞ্জ থানার কর্মকর্তা ছিলেন।
এঘটনায় এলাকায় চাঞ্জল্যক হলে তা পুলিশ সুপারের নজরে আসে। এরপর পুলিশ সুপারের নির্দেশে ঘটনা খতিয়ে দেখা হয় এবং পুলিশের সম্পৃক্ততা থাকার সত্যতা পাওয়ায় রবিবার রাতে পুলিশ সুপার ৩ জন পুলিশের মধ্যে এসআই সহ ২ পুলিশ সদস্যকে প্রত্যাহার করেন। প্রত্যাহারের পর তাদের পুলিশ লাইনে যুক্ত করা হয়।