নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ২৫-২৬ মার্চ গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে। ২৩ মার্চ মঙ্গলবার মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশ দেওয়া হয়েছে ।
নির্দেশনা মোতাবেক মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করতে হবে।একই সাথে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিবসগুলো পালন করা হবে বলেও বলা হয়েছে।
বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে,ব্যক্তি/বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা, সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, জেলা এবং উপজেলা পর্যায়ে সকালে কুচকাওয়াজ, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী সমাবেশ ও এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হবে।