নুসরাত হত্যা

মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় ১৬ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় মাদ্রাসার অধ্যক্ষ সহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন  আদালত। ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীরা হলেন,

  • উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন
  • প্রভাষক আফছার উদ্দিন
  • পৌর কাউন্সিলর মাকসুদ আলম
  • হাফেজ আবদুল কাদের
  • ছাত্র নুর উদ্দিন
  • ইফতেখার উদ্দিন রানা
  • সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের
  • মো. শামীম
  • সাখাওয়াত হোসেন জাবেদ
  • আবদুর রহিম শরীফ
  • মহিউদ্দিন শাকিল
  • ইমরান হোসেন মামুন
  • উম্মে সুলতানা পপি
  • কামরুন্নাহার মনি
  • শাহাদাত হোসেন শামীম

২৭ মার্চ সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানির অভিযোগে সরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় অভিযোগ দাখিল করলে পুলিশ সিরাজ উদ দৌলাকে আটক করে। এতে ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষ সিরাজের আদেশে  ৬ এপ্রিল নুসরাতের আলেম পরীক্ষা চলাকালীন সাইক্লোন সেন্টারে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরেয়ে দেয় তার আসামীরা।

এঘটনার পর ৫ দিন মৃত্যুর সাথে লড়াই করে ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় নুসরাতের মৃত্যুবরন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নুসরাত হত্যার সঙ্গে জড়িত কাউকে কোন ছাড় দেওয়া হবেনা-প্রধানমন্ত্রী