মানুষের কাছে ভোট ভিক্ষা চাই না, আল্লাহর কাছে চাই:-শামীম ওসামান

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আসনের জাতীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি কোন মানুষের কাছে ভোট ভিক্ষা চাই না, আল্লাহর কাছে চাই। যদি আল্লাহ সহায় থাকেন তাহলে সকল মানুষ আমার বিরুদ্ধে থাকলেও আমাকে ঠেকাতে পারবে না। আর যদি আল্লাহ আমার প্রতি সহায় না হয় তাহলে সকল মানুষ আমার পক্ষে থাকলেও কোন লাভ নেই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় বিশ্বের বুকে মাথা তুলে দাড়িয়েছে। আর উন্নয়নের এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।
শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় জালকুড়ি হাইস্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, সেরা ও মেধাবী শিক্ষার্থীদেরকে সম্মাননা প্রদান-১৮ই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জালকুড়ি হাইস্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারন সম্পাদক ইয়াসিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মিয়াজ উদ্দিন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম শওকত আলী চেয়ারম্যান, মহানগর আওয়ামীলীগের সদস্য বদিউজ্জামান বদু, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ইঞ্জি. আলী হোসেন, গভর্নিংবডির সাবেক সদস্য আবু সাঈদ, নাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ই¯্রাফিল প্রধান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল ও সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর রেহানা পারভীনসহ প্রমূখ নেতৃবৃন্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদ সোনারগাঁ উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ  গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।