নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সার বিশ্বজুরে ভয়াবহ মহামারি ্করোন ভাইরাস মানুষের ভিরে বেশিক্ষন বাচতে পারে। একই সাথে বন্ধ ঘরের বাতাসেরও বাচেঁ করোনা ভাইরাস অধিক সময় ।
সম্রতি গবেষনায় এমনটাই প্রকাশ করেছে উহান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে লানের নেতৃত্বে গবেষক দল।
গবেষনায় দেখা গেছে, যেসব স্থানে মানুষের চলাচল অধিক ও বাতাসের প্রবাহ কম , সে সব স্থানে করোনা ভাইরাস অধিক সমায় ধরে বেচে থাকতে পারে।
উহানের দুটি হাসপাতালে দেখা গেছে, শৌচাগারে এবং যে ঘরে স্বাস্থ্যকর্মীরা মাস্ক পরেন ও অন্যান্য আত্মরক্ষার ব্যবস্থা নেন, সেখানকার বাতাসে কোভিড-১৯ এর ‘জেনেটিক মেটিরিয়াল’ স্থায়ী হয়েছিল বেশিক্ষন।
গবেষকরা লক্ষ্য করেন, হাসপাতালের পেশেন্ট ওয়ার্ড, সুপার মার্কেট অথবা বসতবাড়িতে বাতাসে তেমন বেশি সংখ্যক ড্রপলেট নেই। কিন্তু হাসপাতালের শৌচাগারে ও অপর দুটি জায়গা মানুষ যেখানে জরো হয় সেই স্থান গুলোতে ড্রপলেট বেশিক্ষণ স্থায়ী হয়েছে বাতাসে।
তাই গবেষকদের অভিমত হলো করোনাকে রুখতে গেলে কোথাও ভিড় হতে দেয়া যাবেনা এবং বায়ু চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে।
গত কয়েক মাসে করোনার প্রকোটতা ছড়িযে পডেছে বিশ্বের ২১ টি দেশে।বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ৩১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ। ইতিমধ্যে সারা বিশ্বে করোনা মৃত্যু হয়েছে ২ লাখ সাড়ে ১৭ হাজারের বেশি।