ওবায়দুল কাদের

মার্চ মাসে কাঁচপুর সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী- কাঁচপুরে ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আগামী মার্চ মাসের যে কোন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঁচপুর সেতুর উদ্বোধন করবেন বলে যানিয়েছেন ওবায়দুল কাদের ।
২ ফেব্রুয়ারী শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের।
অপর দুইটি সেতু আগামী জুন জুলাই মাসে উদ্বোধনের সম্ভাবনার কথাও জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, কাচঁপুর, মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর প্রকল্প পরিচালক আবু সালেহ মো: নুরুজ্জামান, কাচঁপুর সেতুর ম্যানেজার (এডমিন) নাসির উদ্দিন আহমেদ, সড়ক ও জনপথ নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন।
আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ্ পারভেজ ও কাঁচপুর হাইওয়ে থানার ওসি কায়ুম আলী সর্দারসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গনধর্ষণ

নারায়ণগঞ্জে নারীকে গনধর্ষণ-৬ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলায় ধর্ষণের পর হত্যার অভিযোগে ৬ জনের মৃত্যুদন্ড দিয়েছে  নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।