এক নজরে মার্চ মাসে রিলিজ প্রাপ্ত স্মার্টফোন সমাচার
দেখতে দেখতে শেষ হয়ে গেল ২০১৮ সালের আরো একটি মাস। তবে থেমে নেই প্রযুক্তি। মার্চ মাসেও বিভিন্ন মোবাইল কোম্পানি নতুন নতুন মডেলের নতুন নতুন মোবাইল বাজারে ছেড়েছে এবং ছাড়ার নোটিশ দিয়েছে।তেমনি কিছু স্মার্টফোনের খবর জেনে নিন।
Huawei
Huawei Y7 prime, Huawei P20, P20 pro এবং P20 lite.
চাইনিজ এই প্রতিষ্ঠানটি মোবাইল ৪টি রিলিজের পর বাজারে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। Huawei Y7 prime ফোনটিতে রয়েছে ৭২০ পিক্সেল সম্বলিত ৬ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। পেছনে ১৩ ও ২ এবং সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ৩ জিবি র্যাম ৩২ জিবি স্টোরেজ এবং ৩০০০ মিলিঅ্যামপিয়ার ব্যাটারি। Huawei P20, P20 pro, P20 lite ফোন ৩টির মধ্যেও কিছু পার্থক্য রয়েছে যদিও ৩ টির নাম প্রায় একই। Huawei P20 তে ৫.৮ ইঞ্চি ১০৮০ পিক্সেল সম্বলিত ডিসপ্লে। পেছনে ১২ ও ২০ এবং সামনে ২৪ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও রয়েছে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ৩৪০০ মিলিঅ্যামপিয়ার ব্যাটারি। Huawei P20 pro ফোনটি রিলিজের পর থেকেই বেশ জনপ্রিয়তা পাচ্ছে। ফোনটির জনপ্রিয়তার মূল কারণ ফোনটির পেছনে রয়েছে ৩টি ক্যামেরা। ৪০, ২০ ও ৮ মেগাপিক্সেলের এক অসাধারণ কম্বিনেশন ফোনটিকে এখনই বেশ জনপ্রিয় করে তুলছে। এছাড়া আরো রয়েছে ৬জিবি র্যাম, ৬ ইঞ্চি ডিসপ্লে, ৪০০০ মিলিঅ্যামপিয়ার ব্যাটারি, ১২৮ জিবি স্টোরেজ ও ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। Huawei P20 lite মূলত কিছুটা ওজনে হাল্কা। উল্লেখ্য ফিচারের মধ্যে রয়েছে ১৬ ও ২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৩০০০ মিলিঅ্যামপিয়ার ব্যাটারি ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ।HTC
তাইওয়ান কোম্পানি htc মার্চে রিলিজ করলো তাদের নতুন দুইটি ফোন. Htc desire 12 ও 12+ . htc 12 ফোনটিতে রয়েছে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা,৩ জিবি র্যাম, ৩০০০ মিলিএম্পিয়ার ব্যাটারিডাটা স্টোরেজ htc desire 12+ ফোনটিতে মূলত রয়েছে ডুয়েল ক্যামেরা।১৩ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা ছাড়াও ফোনটিতে রয়েছে আরও বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার. যেমন: ৩ জিবি র্যাম, ২৯৬৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৬ ইঞ্চি ডিসপ্লে. এপ্রিল মাসের মধ্যে ফোন ২টি রিলিজ হবে বলে জানিয়েছে এইচটিসি.
OPPO
ক্যামেরার জন্য খ্যাত ওপ্পো কোম্পানিও মার্চ মাসে তাদের নতুন ফোন রিলিজ করেছে। Oppo F7 নামক এই ফোনটির বিশেষ দিকগুলো হলো এর ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ৬.২ ইঞ্চি ডিসপ্লে ৬ জিবি র্যাম ৩৪০০ মিলিঅ্যামপিয়ার ব্যাটারি।
SAMSUNG
স্যামসাংও রিলিজ করেছে তাদের নতুন ফোন Samsung galaxy j7 prime 2। ফোনটির বিশেষ বিশেষ দিক হলো এর ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা, ৩৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ।
XIAOMI
চাইনিজ কোম্পানি শাওমি বাজারে নিজেদের বেশ ভালো অবস্থান বানিয়ে নিয়েছে। তারা মার্চ মাসে নিয়ে এসেছে তাদের নতুন ফোন Xiaomi mi mix 2s. ৬ ইঞ্চি ১০৮০ পিক্সেল সম্বলিত ফোনের বিশেষ দিক এর ডুয়েল ১২ মেগাপিক্সেল ক্যামেরা, ৮ জিবি র্যাম ও ৩৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
APPLE
এই মাসে Apple কোম্পানিও নতুন আইপ্যাড রিলিজ করলো। Apple iPad (2018) নতুন এই ট্যাবে রয়েছে ৯.৭ ইঞ্চি ডিসপ্লে এবং আরও অনেক ফিচার।
ফারহান তাজওয়ার রবি
সূত্রঃ ফোন এরিনা