বিস্ফোরন

মাসদাইরে গ্যাস সিলিন্ডারের ভয়াবহ বিস্ফোরন-গুরুতর অবস্থায় ৬ জন হাসপাতলে ভর্তি

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় একটি ফ্লাটে গ্যাস সিলিল্ডার বিষ্ফোরনের ঘটনা ঘটেছে। এ ঘটনা গুরুতর ভাবে আগুনে পুড়ে গেছে শিশু সহ ৬ জন । আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা প্রদানের জন্য ভর্তি করা হয়েছে।

৮ মার্চ সোমবার রাত ১২ টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকায় সৌদি প্রবাসী আকবরের বড়িতে এ ঘটনা ঘটে।



অগ্নিকান্ডে দগ্ধরা হলেন, ভাড়াটিয়া মিশাল(২৬),  মিশালের স্ত্রী মিতা(২৩), তাদে শিশু মিনহাজ , আফসানা আক্তার এবং তার শ্যালক মাহফুজ ও সজীব।

আরও পড়ুন-দেখে নিন মুসলিম দেশ সহ বিশ্বের যেসব দেশে বোরকা ও হিজাব পড়া নিষিদ্ধ

জানা গেছে আগে থেকেই হয়তো গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে ফ্লাটের ভেতর জমা হয়েছিল । রাতের বেলা কোন কারনে আগুন জালাতে গেলে হটাৎ করে প্রচন্ড শব্দে গ্যাস বিস্ফোরিত হয় ও পুরো ফ্লাটে আগুন ছড়িয়ে পরে। এ ঘটনায় ফ্লাটে অবস্থানরত সবাই দগ্ধ হয়।



বিস্ফোরনে ৫ম ও ৬ষ্ঠ তলার ফ্লাটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভাতে এসে কয়েকজন আহত হবার খবরও পাওয়া গেছে। বিস্ফোরন

আরও পড়ুন-উগান্ডা থেকেও ইন্টারনেটের গতি অনেক কম বাংলাদেশের

এ ঘটনায় মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের অফিসার বেলাল হোসন জানায়. অগ্নিকান্ডের খবর পেয়ে ২ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে অগুন নিয়ন্ত্রনে আনে। তাৎক্ষনিক ভাবে অগ্নিকান্ডের কারন জানা যায়নি। তবে ধারনা করা হয়েঠে বাসার গ্যাস সিলিল্ডারের লিকেজের করনের জমে থাকা গ্যাস থেকে এ অগ্নিকান্ড হতে পারে। বিস্ফোরন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*