নারায়ণগঞ্জ বাণী২৪.কম: ৫ ম্যাচ সিরিজের ৩য় ম্যাচেও জয় ছিনিয়ে নিল বাংলাদেশ, অজিদের হারিয়েছে ১০ রানে। প্রথমে বাংলাদেশে ব্যাটিং করতে নেমে ১২৭ রান সংগ্রহ করে ২০ ওভারে।
জাবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে সফরকারীরা। বংলাদেশের হয়ে একমাত্র সর্বোচ্চ ৫২ রান সংগ্রহ করে টাইগার দলের ক্যাপ্টেন মুহাম্মদুল্লাহ রিয়াদ।
অজিরা যখন ব্যাট হাতে ৪ উইকেট হারিয়ে ২ ওভারে প্রয়োজন ২৩ রান, সেই সময় কাটার মাষ্টার মুস্তাফিজ যেন কাল হয়ে দাড়ায় অজিদের । ১ ওভারে দেন মাত্র ১ রান। কাটার মাষ্টার ৪ ওভার বল কের দেন মাত্র ৯ রান।
তাই শেষ ওভারে প্রয়োজন হয় ২২ রান। তবে ওভারের ১ম বলে ওভার বাউন্ডারি হাকায় অজিরা। এতে কিছুটা বাংলাদেশ আতঙ্কে থাকলেও শেষ রক্ষা করতে পারেনি অজি ব্যাট্সম্যানরা। মেহেদীর দূর্দান্ত বলিংয়ে ১০ রানে হারে অষ্ট্রেলিয়া।
অষ্ট্রেয়লিয়ার বিপক্ষে টি২০ ১ম সিরিজ এটি। প্রথম সিরিজ জয় করে ইতিহাস করে রাখলো টাইগার বাহিনী।