নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ মেয়াদ শেষ হলেও অব্যবহৃত মোবাইল ডাটা গ্রাহককে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
সোমবার অপারেটরদের কার্যক্রম তদারকি করতে যন্ত্রপাতি কেনা সংক্রান্ত এক চুক্তি শেষে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এসব কথা বলেন।
নারায়ণগঞ্জে আসার পথে বাসের ভেতরে ড্রাইভার সহ ৬ জন মিলে গনধর্ষণ
তিনি বলেন, মেয়াদ শেষ হলেও অব্যবহৃত মোবাইল ডাটা কেটে না নিয়ে গ্রাহককে পরর্তিতে ক্রয় করা ডাটা প্যাকের সাথে ফেরত দিতে হবে। আগে এই ডাটা ফেরত দিত মোবাইল অপারেটরগুলো। আমি নিজেও, কিন্তু কেন জেন মোবাইল অপারেটরগুলো এখন আর এডাটা ফেরত দেয়না।
তিনি আরও বলেন,একচেটিয়াভাবে প্রফিট করার জন্য তাদেরকে লাইসেন্স দেওয়া হয়নি, মোবাইল ইন্টারনেট প্যাকেজ আজেবাজে মেয়াদ দিয়ে যেন ার যেন কোন প্যাকেক করা না হয়। কল ড্রপের টাকা ফেরত দেয়া প্রসঙ্গে তিনি বলেন, কল ড্রপের টাকা ফেরত অবশ্যই ফেরত দিতে হবে, এটা যুক্তিসঙ্গগতভাবে ভোক্তার অধিকার।