নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান পদপ্রার্থী নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হাজী শাহ মোঃ সোহাগ রনি নৌকা প্রতিকের পক্ষে ভোট চেয়ে শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে দিনভর বিভিন্ন কর্মসুচি পালন করেছেন।
২ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মোগরাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালাদরগা এবং উলুকান্দী এলাকায় পৃথক দুটি স্থানে শত শত গ্রামবাসী এবং নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠক শেষে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন।
উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ মোঃ সোহাগ রনি বলেন,বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমার বাবা সারা জীবন রাজপথে রাজনীতি করেছেন। আমি ছোট বেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হয়ে আজও পর্যন্ত ন্যায় নীতি আদর্শের সাথে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে রাজপথে রাজনীতি করে যাচ্ছি।
তিনি বলেন, করোনা কালীন সময়ে প্রাণের ভয় না করে মোগড়াপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গিয়ে গরীব অসহায় মানুষের বাড়ীতে খাবার ও করোনা প্রতিরোধে মাস্ক,হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করেছি।আমরা পারিবারিক ভাবেই মানব সেবার সাথে জড়িত ছিলাম আছি এবং আপনাদের সুখে দূঃখে সব সময় থাকবো।আমি আশা করি মানবতার মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিবেন।আমি নৌকা প্রতীক নিয়ে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এই সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মোগড়াপাড়া,আবু তাওয়ামার মোগড়াপাড়া অলি আওলিয়াগনের মোগড়াপাড়াকে আরও আধুনিক পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলবো।
রনি আরও বলেন,যেখানে থাকবে না কোন মাদক,জঙ্গিবাদ,ইভটিজিং,মূর্খতা,জুয়া সহ যেকোন অপরাধ কর্মকান্ডকে আমি আপনাদের নিয়ে ধ্বংস করে সুন্দর একটি শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা চালু করবো।আমি নির্বাচিত হলে,পথ শিশুদের এবং বয়স্কদের জন্য আলাদাভাবে শিক্ষার ব্যবস্থা করবো,শিক্ষিত বেকার সমাজকে চাকুরীর ব্যবস্থা করে স্বাবলম্বী করে গড়ে তুলবো। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।
হাজী গোলাম মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চেয়ারম্যান প্রার্থী হাজী সোহাগ রনির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হাজী শাহ জামাল তোতা মেম্বার। এসময় আরও উপস্থিত ছিলেন,সামসুউদ্দীন প্রধান,
আঃ আজিজ,শাহাবুদ্দিন,মাইনউদ্দীন,আলমগীর,রাসেল,গিয়াসউদ্দিন,শহিদুল্লাহ,আঃ জাব্বার,নুর মোহাম্মদ সহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ নেতাকর্মীরা সহ শত শত গ্রামবাসী উপস্থিত ছিলেন।