নারাণগঞ্জ বণী নিউজঃ যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্করেজ কমপ্লেক্সে কারাগারে শুকরের মাংশ ও চর্বি দিয়ে রান্না করা খাবার প্রদান কারা হয়। এই কারাগারে রয়েছে অনেক মুসলমান বন্দিরাও ।সকল কয়েদিকেই শুকরের মাংশ ও চর্বি দিয়ে রান্না করা খাবার ভক্ষন করতে হয় । রমজান মাসেও মুসলিশ বন্দিদের ইফতারের জন্য খারারো রান্না করা হচ্ছে শুকারের মাংশ ও চর্বি ব্যাবহার করে । এরি প্রেক্ষিতে আমেরিকান মুসলিম রিলেশন্স (কেয়ার) এর পক্ষ থেকে আদালকে এই অবেদন করেন যে,মুসলিম কয়েদিদের ইফতারে যাতে হালাল খাদ্য প্রদান করা হয় ।
আদালত বিষয়টি আমলে নিয়ে মুসলিম কয়েদিদের শুকরের মাংস খেতে বাধ্য থাকবে না ও বিশেষ করে রামজান মাসে তাদের হলাল খাদ্যই প্রদান কারতে হবে।