নারায়ণগঞ্জ বাণী২৪.কম: সারাদেশে জ্বালানি সঞ্চয়কল্পে সরকার ঘোষত লোডসেডিং তালকা প্রকাশ করা েহচ্ছে। ইতিমধ্যে নারায়ণঞ্জ জেলার তালিকা প্রকাশ করা হয়েছে। জে
আগামী ১৯ জুলাই (মঙ্গলবার) থেকে হবে এলাকাভিত্তিক লোডশেডিং এর এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। এই মধ্যে কোথায় কখন বিদ্যুৎ থাকবে না, সেই তথ্য প্রকাশ করেছে ডিপিডিসি।
- নয়ামাটি, আনন্দ হোটেল ও এর আশপাশের এলাকা: বিকাল ৩টা থেকে ৪টা।
- খানপুর, ডনচেম্বার, ব্যাংক কলোনী: রাত ১১টা থেকে ১২টা।
- বিবি রোড: সকাল ৭টা থেকে ৮টা। কিল্লারপুল, বরফকল: রাত ১২টা থেকে ১টা।
- মিশনপাড়া, রামবাবুর পুকুরপাড়: রাত ১টা থেকে ২টা। হাজীগঞ্জ, আইইটি স্কুল, চেয়ারম্যান বাড়ি: দুপুর ২টা থেকে ৩টা।
- গুদারাঘাট, হাঁস মুরগীর খামার: সন্ধ্যা ৫টা থেকে ৬টা।
- তল্লা বড় মসজিদ, বি.বি মরিয়ম স্কুল সংলগ্ন: দুপুর ১টা থেকে ২টা ও সন্ধ্যা ৫টা থেকে ৬টা।
- কালির বাজার, আমলাপাড়া, স্বর্ণপট্টি: রাত ২টা থেকে ৩টা। নারায়ণগঞ্জ ক্লাব থেকে ২নং রেল গেইট: রাত ৩টা থেকে ৪টা ও রাত ১০টা থেকে ১১টা। সাহাপাড়া আশা হল, মিনা বাজার, টানবাজার পার্ক: রাত ৯টা থেকে ১০টা।
- ফায়ারঘাট, নিতাইগঞ্জ মোড়, মধ্য নলুয়া: রাত ৮টা থেকে ৯টা।
- ৫নং ঘাট, আল-জয়নাল প্লাজা: ভোর ৪টা থেকে ৫টা ও সন্ধ্যা ৭টা থেকে ৮টা।
- শিবু মার্কেট, পিঠালীপুল ব্রীজ: ভোর ৫টা থেকে ৬টা।
- ডিসির মাঠ ও ইউরো টেক্স গার্মেন্টস: সকাল ৬টা থেকে ৭টা।
- পুরাতন হাজীগঞ্জ: সকাল ৮টা থেকে ৯টা। আইলপাড়া, পাঠানটুলী, গোদনাইল: দুপুর ১২টা থেকে ১টা।
- ২নং ঢাকেশ্বরী, কুতুবপুর: সকাল ৯টা থেকে ১০টা। ওয়াবদারপুল, লাকীবাজার: সকাল ১০টা থেকে ১১টা।
- নিতাইগঞ্জ, বি.কে রোড ও তোলারামের মোড়: বিকাল ৪টা থেকে ৫টা।
- মধ্য নলুয়া, নিতাইগঞ্জ: বেলা ১১টা থেকে ১২টা। ফতুল্লার তক্কারমাঠ: ১০টা থেকে ১১টা।
উল্লেখ্য যে, বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বড় ধরনের অর্থনৈতিক সংকট এড়াতে বিদ্যুৎ ও তেলের খরচ কমানোর একগুচ্ছ সিদ্ধান্ত হয়েছে সরকার। তারই প্রেক্ষিতে দিনে এক থেকে দুই ঘণ্টা করে লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে, বিদ্যু বিভ্রাট, রক্ষণাবেক্ষণ এবং অবস্থার পরিপ্রেক্ষিতে এ সিডিউল পরিবর্তন হতে পারে।