নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন

যেনে নিন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন কারা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশেন নির্বাচনে এবার বাংলাদেশে জাতীয়াতা বাদী দল( বিএনপি)’র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দুই জন।

৫ ডিসেম্বর দুপুরে জেলা নির্বাচন অফিসার প্রতিভা বিশ্বাসের কাছ থেকে তারা মনোনয়ন ফরম কেনেন।

আরও পড়ুন’ ”ভয়ঙ্কর ওমিক্রন”-যে বিশেষ কঠোর নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর



এর আগে গত ২০১৬ সালের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির দলীয় প্রতিকে নির্বাচন করেছিলেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

দলীয় মনোনয়ন পেতে মনোয়নয়ন সংগ্রহ করেছেন মহানগর বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক এটিএম কামাল।



দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত গণমাধ্যমকে বলেন, গত নির্বাচনেও আমি বিএনপি মনোনীত প্রার্থী হয়েছিলাম। আমার নির্বাচন করার ইচ্ছা রয়েছে। দল যদি নির্বাচনে আসে আমি নির্বাচন করব।

বিএনপি নির্বাচনে  না গেলে এবং অনাপত্তি দিলে   স্বতন্ত্র প্রার্থী হবেন বলে জানিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত।



উল্লেখ্য, যে  নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর এবং মনোনয়ন পত্র বাছাই ২০ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বিএনপি

নয়াপল্টনের সমাবেশে ফতুল্লা থানা বিএনপি যোগদান

Narayanganjbani24: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ১লা ডিসেম্বর বুধবার নয়াপল্টনে