যেনে নিন যেসব ভোজ্যপন্যর লাইসেন্স বাতিল ও বিক্রয় নিষিদ্ধ করলো হাইকোর্ট

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ গত বুধবার  বিভিন্ন কম্পানির ‍উৎপাদিত পন্যর বাজারজাত ও বিক্রয় নিষিদ্ধ করেছে হাইকোর্ট। কোম্পানির বাজারে থাকা ভোজ্যপন্য গুলো ভেজাল থাকায় এ রায় ঘোষনা করে হাইকোর্ট।

বাজারে থাকা নিন্মমানের ভোজ্যপন্য কোম্পানিকে কারন দর্শনের নোটিস প্রদান করা হয় । এর মধ্যে ৭ টি কোম্পানি কারন দর্শনের জবাব না দেওয়ায় তাদের লাইসেন্স বাতিল করে। আর যেসব কোম্পানিগুলো কারন দর্শন করেছে তাদের জবাবে সন্তুষ্ট না হওয়ায় তাদেরো লাইসেন্স স্থগিত করে আদালত। তবে তাদের পন্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

যেসব পন্য বাজারে বিক্রয় নিষিদ্ধ….

  • তীর ব্র্যান্ডের সরিয়ার তেল
  • গ্রীন ব্লিসিং ভেজিটেবল অয়েলের
  • জিবি ব্র্যান্ডের সরিষার তেল
  • শবনম ভেজিটেবলের পুষ্টি ব্র্যান্ডের সরিষার তেল
  • বাংলাদেশ এডিবল ওয়েলের রূপচাঁদা ব্র্যান্ডের সরিষার তেল
  • আররা ফুড অ্যান্ড বেভারেজের বোতলজাত পানি
  • ডানকানের মিনারেল ওয়াটার
  • দিঘী ড্রিংকিং ওয়াটারের বোতলজাত পানি
  • ড্যানিশ ফুডের হলুদের গুঁড়া ও কারি পাউডার
  • তানভীর ফুডের হলুদের গুঁড়া
  • মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজের আয়োডিনযুক্ত লবণ
  • এসিআই ফুডের ধনিয়া গুঁড়া ও আয়োডিন যুক্ত লবণ
  • নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টের নুডুলস (স্টিক)
  •  কাশেম ফুড প্রোডাক্টের সান ব্র্যান্ডের চিপস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

হাইকোর্ট

জাতির সঙ্গে মশকরা করবেন না-হাইকোর্ট

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ডিবি কার্যলয়ে যাকেই ধরে নেন (ডিবি অফিস) তাকেই খাবার টেবিলে বসিয়ে দেন। এগুলো কেন করতে গেলেন জাতির সঙ্গে মশকরা করবেন না”।