করোনায় আক্রান্ত

যেনে নিন শিল্প কারখানায় ওমিক্রন রোধে দেওয়া হলো যে ১৭ নির্দেশনা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বিশ্বে দ্রুতি ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট “ওমিক্রন”। এনিয়ে স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে ইতিমধ্যে দেওয়া হয়েছে ১৫ নির্দেশনা।

এছাড়াও অফিস সমূহের জন্য মাস্ক পড়া বাধ্যতামূলক করে নির্দেশনা দেওয়া হয়েছে। এবার দেশের পোশাক কারখানাতে ওমিক্রন রোধে ১৭টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।



নির্দেশনাগুলো হল…..

আরও পড়ুন’ ”ভয়ঙ্কর ওমিক্রন”-যে বিশেষ কঠোর নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর

১.শ্রমিকদের ভিড় এড়াতে পোশাক কারখানায় উৎপাদন কাজ পরিচালানা করা

২.ছুটির ভিন্ন ভিন্ন সময় নির্ধারণে জোরদার

৩.শারীরিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা.

৪.সম্ভব হলে বিভিন্ন বিভাগের কর্মঘণ্টার জন্য আলাদা শিফটের ব্যবস্থা করা



৫.কারখানায় প্রবেশের সময় শ্রমিকদের দেহের তাপমাত্রা পরিমাপ

৬.কারখানায় প্রবেশ পথে ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান-পানির ব্যবস্থা রাখা

৭. ভিড় এড়িয়ে চলার জন্য দুপুরের খাবারের বিরতিসহ অন্যান্য বিরতির জন্য বিভিন্ন বিভাগের শ্রমিকদের আলাদা আলাদা সময় নির্ধারণ করা

৮.কর্মক্ষেত্রে সার্বক্ষণিকভাবে শ্রমিক-কর্মচারীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা

৯.সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও অন্যান্য লোকসমাগম এড়িয়ে চলতে শ্রমিকদের পরামর্শ প্রদান

১০.করোনা সংক্রমণের লক্ষণ থাকলে সংশ্লিষ্ট কর্মীকে আইসোলেশনে পাঠানো



১১.করোনা সংক্রমণের লক্ষণ থাকলে নমুনা পরীক্ষার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সহায়তা প্রদন করা

১২.পরীক্ষায় করোনা পজিটিভ হলে রোগীকে আইসোলেশনে রাখা

১৩ রোগীর সংস্পর্শে আসা অন্যদের কোয়ারেন্টিনের ব্যবস্থা করা

১৪.সরকারের স্বাস্থ্য সুরক্ষা গাইডলাইন ও হেলথ প্রটোকল যথাযথভাবে অনুসরণ করা

১৫.করোনা সংক্রমনে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহন করা



১৬. প্রয়োজনে স্বাস্থ্য পরীক্ষা করা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গ্রেফতার

রুপগঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

নারায়গঞ্জ বাণী২৪.কমঃ রুপগঞ্জে ইয়াবা সহ এক মাদক ব্যবসয়িকে  গ্রেফতার করেছে পলিশ। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ির নাম মামুন। সে  মাদক কারবারি মামুন উপজেলার