নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ঈদের আর মত্র কয়েক দিন বাকি।বাজরে দেখা যাচ্ছে নানা প্রজতি,ও বড়, মোটা-তাজা গরু। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানী করা হয়ে থাবে। গরু ব্যাবসাইরা তাই আনেক অাগে থেকেই ভাল দাম পাওয়ার আশায় গরু মোটা তাজা করনে ব্যাস্ত হয়ে পরে।
এই সুযোগে কিছু আসাধু ব্যাবসাইরা অল্প সময়ে গরুকে মোটা-তাজা করার জন্য নানা রকম ওষুধ, ইনজেকশন ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে থাকে। যা মানব দেহের জন্য অতিব ক্ষতির কারন।তাই বাজারে গরু কেনার সময় কিছু সাবধানতা অবলম্বন করে করে গরু কেনা উচিৎ।
আসুন খুব সহজেই ইনজেকশন দেওযা গরু চেনার উপায় জেনে নেই।
১) কৃত্রিম উপায়ে গরু মোটা-তাজা করা গরুর গায়ে আঙ্গুল দিয়ে চাপ দিলে জায়গাটা স্বাভাবিক হতে অনেক সময় লাগবে।
২) গরু স্বাভাবিক ভাবে শ্বাস-প্রশ্বাসের তুলনায় খুব দ্রুত শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে।
৩) ট্যাবলেট ইনজেকশন দেওয়া গরু ঠিক মত চলাফেরা করতে পারবেনা ও নিরব/শান্ত প্রকৃতির হবে।
৪) সারাক্ষন মুখে লালা বা ফেনা ঝরতে থাকবে।
৫) গরুর শরিরে পানি জমে থাকবে ।
৬) মুখের সামনে খাবার ধরলে গরু নিজে জিভ দিয়ে টেনে খাবেনা ।
৭) কৃত্রিম উপায়ে মোটাতাজাকরণ গরুর নাকের নিচের অংশ শুকনা থাকবে।
৮) কৃত্রিম উপায়ে মোটাতাজাকরণ গরুর পাও মুখও শরীর ফোলা থলথালে থাকবে। সহজে নারাচার করতে পারবে না।
বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম উপায়ে মোটাতাজাকরণ গরুর মাংস খেলে মানুষের শরীরে পানি জমে, রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায় মূত্রনালি ও যকৃতের বিভিন্ন রকম সমস্যা দেখা দেখা দেয়। তা কোরবানীর পশু কেনার সময় সবার সাবধানতা অবলম্বন করা উচিৎ।