চিকিৎসা নিয়ে করোনা

যেভাবে বাড়িতে চিকিৎসা নিয়ে করোনা মুক্ত হলো বগুড়ার ১১ বছরের শিশু সিনথিয়া

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনা মহামারিতে আক্রান্ত হয় বাংলাদেশের ১১ বছরের শিশু  সিনথিয়া ইসলাম। করোনা সংক্রামনের ‍উপসর্গ  দেখা দেওয়ার পর গত ২২ এপ্রিল শিশু সিনথিয়া ইসলামের নমুনা পরীক্ষা করা হলে তার করোনা পজেটিভ আসে। করোনা শনাক্ত হওয়ার পর থেকে বাড়িতে চিকিৎসাধীন ছিল সিনথিয়া ইসলাম।

সিনথিয়া ইসলাম বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল গ্রামের আমিনুল ইসলাম মামুনের মেয়ে।

সিনথিয়ার পর পর ৩য় বার করোনা নেগেটিভ হওয়া সে সম্পূর্ন সুস্থ বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল।

৭ মে বৃহস্পতিবার শিশু সিনথিয়া ইসলাম (১১) করোনা মুক্ত হ এবং তার পরিবারের সবাই করোনা পরীক্ষায় নেগেটিভ আছে বলেও তিনি জানান।

শিশু সিনথিয়া ইসলাম কিভাবে করোনা মুক্ত হরে সে বিষয়ে তার বাবা আমিনুল ইসলাম মামুন বলেন, আমি ও আমার পরিবার ১৮ এপ্রিল গ্রামে আসি। ঢাকায় থাকা কালেই সিনথিয়া কিছুটা আসুস্থ ছিল।  ঢাকা ফেরত খবর পেয়ে গত ২১ এপ্রিল উপজেলা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তার নমুন সংগ্রহ তরে পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরেন করে তা ২২  এপ্রিল পরীক্ষার ফল করোনা পজেটিব আসে।

তার পর থেকে সিনথিয়াকে বাড়িতে রেখেই চিকিৎসা প্রদান শুরু হয়।সিনথিয়ার কাছে করোনা আক্রান্তের কথা গোপন রাখা হয়েছে যেন সে মানুষিক ভাবে শক্ত থাকে।  চিকিৎসকের পরামর্শে পর্যাপ্ত পরিমাণে হালকা গরম পানিতে লবণ মিশিয়ে ঘনঘন গারগিল করিয়েছি । কিছুক্ষণ পর পর হালকা গরম পানি পান করিয়েছি এবং নিয়মিত চা পান করিয়েছি। আল্লাহ আমার মেয়েকে করোনা থেকে রক্ষা করেছেন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*