ইতালি প্রবাসী

যে কারনে আবারও স্কুল বন্ধ হবে-জানালেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আবারও বন্ধ হয়ে যেতে পারে দেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠান। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।০১ ডিসেম্বর বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে শিশু একাডেমি প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন এবং ধানমন্ডিতে জয়িতা টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





তিনি বলেন, করোনা ভাইরাস কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, এটা আমাদের মনে রাখতে হবে । ভ্যাকসিন দেওয়া শুরু করেছি, এখন শিক্ষার্থীদেরও দিচ্ছি। আবার নতুন আরেকটা ওয়েভ আসছে বাংলাদেশ সহ সারা বিশ্বের জন্য। এসময় জদি দেশে করোনা আবারও বিস্তার লাভ করে ,তবে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। যার যার শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে গিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে বর্তমানে যতটুকু সময় পাওয়া যাচ্ছে।



প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ছাত্রছাত্রীদের জন্য আমি আরেকটা কথা বলবো শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকার পর এখন সব ‍খুলে দেওয়া হয়েছে।সবাই এখন যার যার স্কুলে ফিরে যেতে হবে এবং পড়াশোনা করতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

প্রধানমন্ত্রী

বিএনপির একমাত্র গুণ ,জ্বালাও-পোড়াও-খুনঃ-প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বিএনপির একমাত্র গুণ ,জ্বালাও-পোড়াও-খুন  বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এটা তারা পারে,