নারায়ণগঞ্জে আসছে বিশেষ লকডাউন

যে কারনে প্রত্যাহার করা হয়েছে নারায়ণগঞ্জে বিশেষ লকডাউন

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়নগঞ্জের আমলাপাড়া, জামতলা ও রুপায়ন সিটিতে ঘোষিত বিশেষ লকডাউন প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। ৯ জুন সোমবার রাতে পুর্ব ঘোষিত এ লকডাউন প্রত্যাহার করা হয়েছে।

মাত্র ৩০ সেকেন্ডই যেভাবে ঠেকাবেন করোনা ভাইরাস-ক্লিক করুন

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম গনমাধ্যমকে জানান, নারায়ণগঞ্জের তিনটি এলাকায় লকডাউন সেমাবার রাতে প্রত্যাহার করা হয়েছে।


তিনি বলেন, তিনটি এলাকাকে রেড জোন বা রেড এলার্ট করে তিন দিনের জন্য করা হয়েছিল। এটি ছিল তিন দিনের পরীক্ষামুলক লকডাউন।

 

এর আগে গত ৭ জুন শনিবার নারায়ণগঞ্জের তিনটি এলাকা জামতলা, রুপায়ন সিটি এবং আমলাপাড়া এলাকাকে রেড জোন করে বিশেষ লকডাউন ঘোষণা করেছিল জেলা প্রশাসন।


তবে নারায়ণগঞ্জে থেমে নেই করোনা সংক্রমন। ক্রমশই বারছে করোনা আক্রান্তের সাংখ্য। ১লা জুন থেকে ১০ চন পর্যন্ত নারায়ণগঞ্জে জেলায় করোনায় আক্রান্ত হয়েছে  প্রয় ৯ শতরো বেশি। বিকাল ৪ টায় মার্কেট সমুহ বন্ধ থাকলেও খোলা থাকছে অপ্রয়োজনীয় অনেক দোকানপাঠ।

 

নারায়ণগঞ্জে রাস্তায় চলা-ফেরায় মানা হচ্ছেনা স্বাস্থ্য বিধি, ৯০ শতাংশ মানুষ পরিধান করছেনা মাস্ক। লোকাল গনপরিবহনে যাত্রী  ‍উঠা-নামায় নেই কোন সতর্কতা।

যে রক্তের গ্রুপে করোনা আক্রান্তের মাত্রা অতি কম-ক্লিক করুন

মাত্র ৩০ সেকেন্ডই যেভাবে ঠেকাবেন করোনা ভাইরাস-ক্লিক করুন

 

১০ জুন নারায়ণগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ৬৬ এবং মৃত্যু হয়েছে ৩ জনের। তবুও জনমনে নেই কোন করোনার ভয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

আদালত

নারায়ণগঞ্জে স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে আদালত চালুর দাবীতে আইনজীবীদের মানববন্ধন

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে সামাজিক দুরত্ব বজায় রেখে, স্বাাস্থ্য বিধি মেনে সীমিত আকারে আদালত খোলার দাবীতে মানব বন্ধন করেছে আইনজীবীরা।