নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আগামী ২৫ আগস্ট রহিঙ্গাদের উপর চালানো হত্যাযজ্ঞের এক বছর পূর্তি হতে যাচ্ছে । হটাৎ করেই বাংলাদেশ সিমান্তে ভারী অস্ত্রসহ ও সেনা মোতায়েন করছে মিয়ানমার। মিয়নমার ধারনা করছে আগামী ২৫ আগষ্ট তাদের উপর প্রতিশোধ মুলক হামলা হতে পারে ।
বান্দরবানের থানছি ও আলীকদম সীমান্ত, নাইক্ষ্যংছড়ির চাকঢালা, আশারতলি, তুমব্রু ও ঘুনধুম সীমান্তে সেনা বাড়িয়ে দিয়েছে মিয়ানমার।
সেক্টর কমান্ডার কর্নেল আবদুল খালেক,বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন ও তুমব্রু সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডের রোহিঙ্গা আবদুল আজাদ বলেন, বাংলাদেশে সিমান্তে হাঠাৎ করে সেনা সংখ্যা বৃদ্ধিতে সীমান্তে সতর্ক নজর রাখা হচ্ছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। সীমান্তের পয়েন্টগুলোতে বিজিবি সদস্যর বাড়ানো হয়েছে এবং প্রতিনিয়ত টহল সেনারা।