নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ মিয়ানমারের সেনা প্রধান ও র্শীষ নেতা-কর্মকর্তাদের ফেসবুক আইডি বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক কর্তৃপক্ষ জানায়, মিয়ানমার রহিঙ্গদের বিভ্রান্তিমুলক খবর ও মিথ্যা প্রতিবেদন ফেসবুকে প্রকাশ করায় সেনা প্রধান, উচ্চপদস্থ কর্মকর্তা এবং কিছু কোম্পানি সহ মোট ২০ টি ফেসবুক আইডি ব্লক করে দেওয়া হয়েছে।
জাতিসংঘের সমর্থিত এক মানবাধিকার সংস্থা মিয়ানমারের সেনা প্রধান সহ র্শীষ আরো ৫ নেতার বিচারের আয়োতায় আনার দাবি জানিয়েছে।
এদিকে মিয়ানমারে আটক রয়টার্সের ২ সাংবাদিকের বিচারের রায় পিছিয়েছে মিয়ানমার আদালত। বিচারক অসুস্থ থাকার কারনে এ রায় ঘোষনার তারিখ পেছানো হয়েছে বলে জানায় মিয়ানমার বিচার বিভাগ থেকে।