নারায়ণগঞ্জ বণী নিউজঃ পাপুয়া নিউগিনিয়ায় বন্ধ করে দেওয়া হচ্ছে ফেসবুক । মূলত ফেসবুকের অপ-ব্যাবহার বেড়ে যাবার কারনে এই সিদ্ধান্ত নিয়েছে পাপুয়া নিউগিনিয়ার সরকার । ফেসবুকে মিথ্যা , বিভ্রন্তিকর খবর ও পর্নোগ্রাফিক ছবি পোষ্ট করে জনমনে আশান্তি ও ভীতিকর অবস্থা সৃষ্টি করা হচ্ছে বলে এই সিদ্ধন্তে উপনিত হয়েছে সরকার । নিউগিনিয়ার এই সমস্যা বহুদিন ধরেই চলমান রয়েছে বলে যানিয়েছে দেশটির প্রধানরা ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মূলত ফেসবুক অপ-ব্যাবহার কারীদের বিচার করবে প্রশাসন ,তাই ১ মাসের জন্য দেশ ফেসবুক বন্ধ রাখা হবে । খতিয়ে দেখা হবে কে বা কোথা থেকে মিথ্যা খরব প্রচার করে দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। পাশাপাশি এটাও দেখা হবে যে সাধারন জনগন কি ধরনের পোষ্ট করতে বা দেখতে পছন্দ করে ও কি দেখতে চায় ।