নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনার প্রকোপে ভঙ্গুর সারা বিশ্বের দেশগুুলো। এর প্রভাবে বিশ্বের নানা দেশে থেকে ফিরে এসেছে প্রবাসীরা। যাদের এখর আর ফিরে যাওয়ার সম্ভবনা নেই বল্লেই চলে।
তবে সৌদি আরব থেকে ফিরে আসা বাংলাদেশি প্রবাসীরা ফিরে যেতে পারবে নিজ কর্মস্থলে। তবে মানতে হবে সৌদির দেওয়া কিছু শর্ত। বাংলাদেশে সহ ২৫ দেশের নাগরীকদের ক্ষেত্রে দেওয়া হয়েছে এই শর্ত গুলো।
দেশ গুলো হল, তুরস্ক, গ্রীস, ফিলিফাইন, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ইথুপিয়া, কেনিয়া ও নাইজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, লেবানন, কুয়েত, মিশর, তিউনিসিয়া, মরক্কো, চীন, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া। সৌদি আরব
তবে সুযোগ পাচ্ছেনা বাংলাদেশের পার্শবতি দেশ ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকা সহ আরও কিছু দেশ।
সৌদির দেওয়া শর্ত গুলো হল…
- স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইট থেকে একটি ফরম পূরণ করে তার মধ্যে বিস্তারিত তথ্য লিখে নিচে স্বাক্ষর করতে হবে ।
- আসার সময় এয়ারপোর্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ডেস্কে জমা দিতে হবে
- সৌদিতে আসার সাত দিন আগে থেকে কোয়ারেন্টিনে থাকতে হবে।
- কোয়ারেন্টাইন সময়কাল পিসিআর দেওয়ার চার দিন আগে থেকে এবং পিসিআর রিপোর্ট পাওয়ার তিন দিন।
- সৌদি আরবের টাটামন এবং তাওয়াক্বালনা এ্যাপস ডাউনলোড করে নিবন্ধন করতে হবে
- আসার ৮ ঘণ্টার মধ্যে টাটামন (tatamman) অ্যাপের মাধ্যমে বাসার অবস্থান নির্ধারণ করতে হবে
- করোনার লক্ষণ সম্পর্কে অবগত থাকতে হবে
- লক্ষণ দেখা দেয় তাহলে সরাসরি ৯৩৭ নাম্বারে কল করতে হবে অথবা স্থাস্থকেন্দ্রে যেতে হবে
- টাটামন এ্যাপসের মাধ্যমে প্রতিদিনের স্বাস্থ্যের অবস্থা জানাতে হবে
- কোয়ারেন্টিন থাকাকালীন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত ফরম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে
আরও পড়ুন…
- নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় সর্বশেষ খবর-ক্লিক করুন
- মানুষ না চাইলে সিঙ্গাপুর চলে যাবঃ ড. বিজন কুমার শীল