নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ শর্ত সাপেক্ষে সাকিব আল-হাসান কে আরব-আমিরাতে টি২০ খেলার অনুমতি দিল বিসিবি। সাকিবকে থাকতে হবে পুরোপুরি ফিট । সাকিব যদি শারীরিক ভাব ১০০ ভাগ সুস্থ ও খেলার জন্য পুরোপুরি ফিট না থাকেন তবে এনওসি (অনাপত্তিপত্র) নিয়েও খেলতে পারবনা ।
আসন্ন আরব আমিরাতে টি-টোয়েন্টি লিগে প্রথমে সাকিব কে খেলার অনুমতি দেয়া হয়নি বিসিবি থেকে। তবে শেষ পর্যন্ত বিসিবি তার সিদ্ধান্ত থেকে সরে
এসে সাকিব আল-হাসন কে আরব-আমিরাতে টি২০ খেলার অনুমতি দিয়েছে বিসিবি।
বিষয়টি নিশ্চিত করে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছন, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ রয়েছে আমাদের।
তাই আমরা চাইছি সাকিব তার নিজেকে প্রকাশ করুক। তাই সাকিব কে অনুমতি প্রদান করা হয়ছে।
তবে হাতে ব্যথা অনুভুত হলে তাবে খেলতে দেওয়া হবেনা।
এর আগে ৩ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত আরব-আমিরাতের টি২০ খেলার জন্য বিসিবির কছে এনওসি (অনাপত্তিপত্র) আবেদন করে ছিলেন
সাকিব আল-হাসন।