নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ জেলায় কমতে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত কয়েক দিন ধরে করোনায় আক্রান্তে সংখ্যা ২শত এর নিচে হলেও ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা নেমে দাড়িঁয়েছে ৬০ এর ঘরে।
তবে জেলায় সিটি এলাকা সহ সকল উপজেলা গুলোতে পাওয়া গেছে করোনা আক্রান্ত ব্যাক্তি। করোনার সংক্রমণ কমতে শুরু করায় জনমনে প্রশান্তির সৃষ্টি হয়েছে।
শুক্রিয়া গুজার করছেন আল্লাহপাক এর দরবারে। একই সাথে কমেছে আক্রান্তদের মধ্যে মৃত্যুর সংখ্যাও।
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে আড়াইহাজার উপজেলায় ৩ জন, বন্দর উপজেলায় ১৪ জন, সিটি এলাকায় ২১ জন, সদর উপজেলায় ৩ জন, রুপগঞ্জ উপজেলায় ২০ জন এবং সোনারগাঁও জেলায় ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।
আরও পড়ুনঃ- নারায়ণগঞ্জে আসার পথে বাসের ভেতরে ড্রাইভার সহ ৬ জন মিলে গনধর্ষণ
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলার সিটি এলাকা সহ সকল উপজেলা গুলো থেকে ৬৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন নমুনা সহ জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা ১ লক্ষ ৫৮ হাজার ২৬৭ টি । সংক্রমণ
যার মধ্যে জেলায় মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ২৪ হাজার ৮০৩ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬৭ জন। নতুন মৃত্যু ১ জন সহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৩১২। বর্তমানে জেলায় করোনা পজেটিভ রুগীর সংখ্যা ১৯৫৫ জন।
নমুনা পরীক্ষায়সংক্রমণ হার ১০.৫৭ ভাগ