মসজিদে নববী

রবিবার থেকে মসজিদে নববী খুলে দিচ্ছে সৌদি সরকার

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ ৩১ মে থেকে খুলে দেওয়া হচ্ছে মসজিদে নববী। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সৌদ ৩১ মে রবিবার ফজর নামাজের সময় থেকে মসজিদটি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সৌদি আরবের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল সৌদিয়া টিভি এক প্রতিেিবদনে এ তথ্য জানায়। মসজিদে নববী

তবে সে মসজিদটির ধারন ক্ষমতার ৪০ শতাংশ মুসল্লিকে নামাজ আদায় করতে দেওয়া হবে। করোনার প্রভাবের কারনে মসজিদ থেকে সব ধরনের কার্পেট সরিয়ে নেওয়া হয়েছিল। এ জন্য মুসল্লিরা মার্বেলের মেঝেতে নিজেদের আনা জায়নামাজে নামাজ আদায় করবে।

তবে নামাজ আদায় করার সাথে সাথে কিছু সতর্কতা মুলক নির্দেশনা দেওয়া হয়েছে। মুসল্লিরা মাস্ক পরে মসজিদে আসতে হবে, শারিরিক দুরত্ব বজায় রেখে কাতারে দাড়াতে হবে এবং বাড়ি থেকে জায়নামাজ নিয়ে আসতে হবে।


এর আগে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জেরে আরোপিত লকডাউনে মসজিদটি বন্ধ করে দিয়েছিল সৌদি কতৃপক্ষ। ইতি মধ্যে সেখানে লকডাউন শিথিলের অংশ হিসেবে এ দিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। মসজিদে নববী

আরও খবর পড়তে নিচের লিংকে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*