নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জে দিন দিন বাড়ছে করোনার সংক্রমণ। নারায়ণগঞ্জ সিটি এলাকার মধ্যে করোনার সংক্রমন সবচেয়ে বেশি। গত ২৪ ঘন্টায় শুধুমাত্র নারায়ণগঞ্জ সিটি এলাকায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪৯ জন।
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৯১ জন। নারায়ণগঞ্জের সিটি এলাকা ছাড়াও সদর উপজেলায় করোনার সংক্রমণও বাড়ছে। গত ২৪ ঘন্টায় সদর উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৩ জন।
হটাৎ করেই গত ২৪ ঘন্টায় সংক্রমণ বেড়েছে রুপগঞ্জ উপজেলায়। এরপরে আক্রান্তের দিক থেকে বন্দর উপজেলা। গত ২৪ ঘন্টায় বন্দর উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৮ জন। একই সাথে আড়াইহাজার উপজেলায় ১ জন ও সোনারগাঁও উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৩ জন।
২৮ মার্চ রবিবার নারায়ণগঞ্জে সিভিল সার্জন বিভাগের সূত্রে এসব তথ্য জানা যায়।
নারায়ণগঞ্জ সিটি এলাকা সহ উপজেলা গুলো থেকে গত ২৪ ঘন্টায় ৫৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে নারায়ণগঞ্জ ৩শত শয্যা হাসপাতলে ২৬১ জনের, ইউএস বাংলার মাধ্যেমে ৬৬ জনের , সদর উপজেলা থেকে ১২০ জনের, আড়াইহাজার উপজেলা থেকে ২২ জনের, রুপগঞ্জ উপজেলা থেকে ২৭ জনের এবং সোনারগাঁও উপজেলা থেকে ১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
জেলায় নতুন আক্রান্ত ৯১ জন সহ মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৭৬৮ জন ও নতুন সংগ্রীহিত ৫৪৯ নমুনা সহ মোট নমুনা সংগ্রহের সংখ্যা ৮৪ হাজার ৬৮।
গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়নি কারও। নতুন মৃত্যু না থাকায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা মোট ১৬৮ জন।