নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া একজন রাজনৈতিক নেতা ,রাজনৈতিক কারনেই তিনি কারাগারে আটক আছেনউল্লেখ করে বিএনপি চেয়ারপার্সনের সহ-আইন বিষয়ক উপদেষ্টা এডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক ভাবেই অন্দোলন ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারাগার থেকে মুক্ত করা হবে।
২৩ এপ্রিল মঙ্গলবার নারায়ণগঞ্জ আদালত পাড়ায় গনতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার অয়োজিত প্রতীকী অনশনে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। যারা বলেন প্যারোলে মুক্তি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ব্যাপার তাদের কথার তীব্র প্রতিবাদ জানিয়ে এড. তৈমূর বলেন খালেদা জিয়া কোন রষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর দয়ায় কারামুক্ত হবেন না তাকে রাজনৈতিক ভাবেই মুক্ত করা হবে।
এর আগে দুপুর ১২ টায় আদালত চত্বরে গনতন্ত্র ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাাবীতে প্রতীকী অনশনে অংশ নেন বিএনপিপন্থি আইনজীবীরা। নারায়ণগঞ্জ জেলা অইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতীকী অনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এড. অবুল কালাম সহ বিএনপি পন্থি আইনজীবিরা। পরে এড. শিমা সিদ্দিকি অনশনরত আইজীবীদের পানি পান করিয়ে অনশন ভাঙ্গেন। livenarayanganj , live narayanganj