ঈদে মিলাদুন্নবী

রাষ্ট্রীয় মর্যাদা পালিত হবে ঈদে মিলাদুন্নবী (সা.)-প্রজ্ঞাপন জারি

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ১২ রবিউল আউয়ালকে রাষ্ট্রীয় মর্যাদা। এখন থেকে রাষ্ট্রীয় ও ধর্মীয় ভাব-গাম্ভীর্জতায় পালিত হবে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল।

১২ রবিউল আউয়ালে দেশের সব সরকারি-বেসরকারি ভবন ও অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়ালে দেশের সব সরকারি-বেসরকারি ভবন ও অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এই সাথে বিদেশি কূটনৈতিক মিশন ও দূতাবাসগুলোতেও উত্তোলন করা হবে জাতীয় পতাকা। অতি দ্র্রুত  এ আদেশ বাস্তাবায়ন করার নির্দেশনা কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*