নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বরগুনায় রিফাত শরীফ ‘কে প্রকাশ্য কুপিয়ে হত্যা মামলার অন্যতম অসামী রিশান ফরাজীকে আটক করেছে পুলিশ।
১৮ জুলাই বৃহস্পতিবার রগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন। আটককৃত রিশান ফরাজী বরগুনা পৌরসভার ধানসিঁড়ি রোডের দুলাল ফরাজীর ছেলে এবং একই মামলার দ্বিতীয় আসামী রিফাত ফরাজীর ছোট ভাই।
রিফাত শরিফের হত্যা মামলায় তার স্ত্রী মিন্নি সহ এখনো পর্জন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। এ মামলার প্রধান আসামী নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়।
এর আগে ২৬ জুন নিহত রিফাত শরীফ তার স্ত্রীকে কলেজ থেকে নিয়ে আসতে গেলে বন্দুক যুদ্ধে নিহত নয়ন বন্ড ও তার সহোযোগীরা তাকে রাস্তায় প্রকাশ্য কুপিয়ে হত্যা করে।