রিয়াল মাদ্রিদ ছাড়ছেন কোচ জিনেদিন জিদান

রিপোর্টার : ফেরদৌস রহমান :

আজ সকালেই হুট করে ঘোষণা দিলেন সংবাদ সম্মেলনের। এমন আচমকা ঘোষণার পর গুঞ্জন উঠেছিল, তাহলে কি চুক্তি বাড়ানোর না বিদায়ের ঘোষণা দেবেন? শেষ পর্যন্ত পরের সম্ভাবনাই সত্যি হতে যাচ্ছে, স্প্যানিশ প্রচারমাধ্যম জানাচ্ছে পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছেন জিনেদিন জিদান। খানিক পর সংবাদ সম্মেলনে নিজেই নিশ্চিত করেছেন, ‘আমি জানি অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু পরের মৌসুম থেকে আমি আর রিয়ালের কোচ থাকছি না। আমার মনে হয় সব পক্ষের জন্য ভালো, ৩ বছর পর দলে একটা পরিবর্তন দরকার। ‘ ‘মাদ্রিদ আমাকে সবকিছুই দিয়েছে, এই ক্লাবটা সারাজীবন ধরেই আমার হৃদয়ের কাছাকাছিই থাকবে। কিন্তু দলের একটু অন্য পথে হাঁটা দরকার। সেজন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি। আবারও বলছি, আমার কাছে মনে হয়েছে একটা পরিবর্তন দরকার। সবকিছুর জন্য আমি সমর্থকদের কাছে কৃতজ্ঞ।’ ‘বেহস কিছু কঠিন মুহূর্ত আসে যখন আপনার মনে হবে আপনিই ঠিক লোক কি না। আমি খারাপ সময় ভুলি না, ভালো সময়ও না। আমার কাছে মনে হয়েছে, এটাই ঠিক মুহূর্ত। খেলোয়াড়দেরও একটা বদল দরকার, আমি ওদেরও ধন্যবাদ দিতে চাই। এই ক্লাবটার ইতিহাস অনেক পুরনো, এখানে অনেক কিছু দিতে হবে আপনাকে। খেলোয়াড়দের কাছে আপনি সব সময়ই আরও বেশি চাইবেন, তবে একটা মুহূর্ত আসে যখন আমি আর বেশি কিছু চাইতে পারি না। তখন জয়ের পথে রাখার জন্য তাদের অন্য কারও নির্দেশের দরকার হয়। ’ ‘আমি দলের ভালোর জন্যই সবকিছু করছি। পরের বছর আবার জেতা হতো আমার জন্য কঠিন। আমি চাই না, এই ক্লাবে আমার কোনো খারাপ স্মৃতি থাকুক। আমি চাই, রিয়ালে সবকিছুই যেন ভালোমতো চলে। খেলোয়াড় হিসেবে সেটা করেছি, কোচ হিসেবেও করেছি। সেজন্যই মনে হয়েছে, চলে যাওয়ার জন্য এটাই সেরা সময়।’ কিন্তু সেই কারণটা কী? জিদান স্পষ্ট করে কিছু বললেন না, ‘’অনেক কারণ আছে। আমি কোচিং করাতে করাতে ক্লান্ত হয়ে যাইনি। আর এই মুহূর্তে আমি অন্য কোনো ক্লাবে কোচিং করাচ্ছি না।’ শেষের কথায় আভাস দিলেন, শিগগির নতুন কোনো ক্লাবে যোগ দিচ্ছেন না। তার আগেই সংবাদ সম্মেলনের শুরুতে ফ্লোরেন্তিনো পেরেজ বলেছিলেন, এই সিদ্ধান্ত তারা আশা করেননি। ক্লাবের সবার জন্যই এটা বিষাদের একটা দিন। তবে জিদানের প্রতি পূর্ন সমর্থন ও সম্মান আছে তাঁর। ২০১৫ সালে জিদান দায়িত্ব নেওয়ার পর রিয়ালকে টানা তিন বার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, গত মৌসুমে জিতেছেন লা লিগাও। ছোট্ট ক্যারিয়ারেই ঢুকে গেছেন সর্বকালের সেরা কোচের তালিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ব্রেকিং নিউজ

ব্রেকিং-সরকারি চাকুরিতে বাড়ানো হলো বয়সসীমা-বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অবশেষে বাড়ানো হলো সরকারি চাকুরির বয়সসীমা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকুরিতে বয়স বাড়ানো সিদ্ধান্ত চুরান্ত করা হয়েছ।