নারায়নগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রুপগঞ্জে সজীব গ্রæপের হাশেম বেভারেজ কারখানায় অগ্নিকান্ডের হতাহতের হশেম গ্রæপের চেয়াম্যোন সহ ৮ জনকে আটক করা হয়েছে একই সাথে স্থানীয় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
১০ জুলাই শনিবার দুপুরে সজীব গ্রæপের চেয়ারম্যান আবুল হসেম সহ ৮ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে রুপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। এরই মধ্যে সজীব গ্রæপের চেয়ারম্যান আবুল হাসেম সহ প্রতিষ্ঠানের ৮ কর্মকর্তাকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, সজীব গ্রæপের চেয়ারম্যন আবুল হাসেম(৭০), তার ছেলে হাসিব বিন হাসেম (৩৯), তারেক ইব্রাহীম (৩৫), তাওসীব ইব্রাহীম (৩৩), তানজিম ইব্রাহিম (২১), সজীব গ্রæপের প্রধান নির্বাহী শাহান শাহ আজাদ (৪৩), হাশেম ফুড লিমিটেডের ডিজিএম মামুনুর রশিদ (৫৩) এবং হাশম ফুডস লিমিটেডের সিভিল ইঞ্জিনিয়ার কাম এডমিন মোহাম্মদ সালাউদ্দিন (৩০)। গনমাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম।
এর আগে ৮ জুলাই বৃহষ্পতিবার বিকেল ৫টায় রুপগঞ্জের ভূলতা কর্ণগোপ এলাকায় সজীব গ্রæপের হাশেম জুস এন্ড বেভারেজ কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে মিনা আক্তার, স্বপ্না রাণী ও মোরসালিন নামের ৩ জন শ্রমিক নিহত এবং প্রায় অর্ধশতাধিক আহত হবার খবর পাওয়া যায়। পরে শুক্রবার আরও ৪৯ জনের মরদেহের ধংসাবশেষ উদ্ধার তরে ফায়ার সার্ভিস সদস্যরা।
এদিকে শনিবার সকাল থেকে কৃতীয় দিনের মত উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। ভবনের ৬ষ্ঠ তলায় অভিযান চালাচ্ছে উদ্ধার কর্মীরা। তবে রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে কোন লাশ উদ্ধার করা হয়নি।