সড়ক দূর্ঘটনা

রুপগঞ্জে ট্রাকের ধাক্কায় যুবতী ও মটর সাইকেল চালক সহ নিহত-২

নারাণগঞ্জ বাণী২৪.কমঃ রুপগঞ্জে ট্রাকের ধাক্কায় এক যুবতী সহ দুই জন নিহত ও আহত হয়েছেেএক জন। নিতহ ব্যক্তিরা নৃত্যশিল্পি বলে জানা গেছে ।

১৫ ফেব্রুয়ারি রাতে রুপগঞ্জের আউখাবো এলাকায় ঢাকা-সিলেট মহা সড়কে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয় দুই জন  ও আহত হয় আরো একজন।

নিহতরা হলেন, মুগদা এলাকার হৃদয় গাজী (৩০) ও জাফর মিয়ার মেয়ে শারমীন আক্তার (১৮) ও আহত আরেক মেয়ের নাম আঁখি আক্তার (১৬)।

আহত আঁখির বরাত দিয়ে ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানায়, নরসিংদীতে একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন শেষ করে  নিহত শারমীন ও আহত আঁখিকে নিয়ে মটর সাইকেল চালিয়ে জাফর মুগদায় তাদের বাড়ী ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আগত একটি ট্রাক তাদের মটর সাইকেলটিকে ধাক্কা দিলে তার রাস্তার মাঝখানে পরে যায়, পরে দ্রুত গতিতে আগত আরো একটি ট্রাক তাদের চাপা দেয়।

নিহতদের লাস উদ্ধার ও ট্রাকটিকে আটক করেছে পুলিশ এবং আহত আঁখি আক্তারকে ইউএস বাংলা হাসপাতলে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মসজিদে বন্দুকধারীদের হামলা-১৮ মুসুল্লি নিহত,আহত প্রায় ২০

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ মসজিদে বন্দুকধারীদের হামলায় ১৮ জন নিহত হয়েছেন। একই  সাথে অপহরন করা হয়েছে অন্তত ১০ জনক এবং আহত হয়েছে প্রায় ২০ জন। খবর রয়টার্স, এপি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।