রুপগঞ্জে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমান জাল টাকা সহ স্বামী স্ত্রী গ্রেফতার

নারপায়ণগঞ্জ বাণী২৪.কমঃ  রুপগঞ্জে একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান জালনোট, দেশীয় অস্ত্র,স্বর্ণালংকার ও মোবাইল সেট উদ্ধার করেছে রুপগঞ্জ থানা পুলিশ। ঘটনাস্থল থেকে বাড়ির মালিক, তাহার স্ত্রী ও কেয়ারটেকার সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ৪ ফেব্রুয়ারী ভোরে রুপগঞ্জের তারাবো পৌরসভার বরপা শান্তি নগর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র , জালনোট বহন ও অবৈধ পাসপোর্ট রাখার দায়ে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রুপগঞ্জ থানার উপ-পরিদর্শক মঞ্জুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে বরপা শান্তি নগর এলাকায় পাাঁচ তলা ভবনের একটি বাড়িতে অভিযান পরিচালনা কালে বাড়ির মািলকের স্ত্রী সাবিনা ইয়াসমিন দেশীয় অস্ত্র সহ পুলিশের উপর চরাও হয় পরে পুলিশ কৌশলে তাকে গ্রেফতার করে। তাকে উদ্ধারের জন্য স¦ামী আফসার চৌধূরী এগিয়ে এলে পুলিশ তাকেও গ্রেফতার করে। এক পর্যায়ে বাড়ির কেয়রটেকার সাদ্দাম হোসেন পালিয়ে যেতে চাইলে পুলিশ তাকেও অটক করে।

তাদেরকে গ্রেফতারের পর বাড়িতে তল্লাশী চালিয়ে ২৭ হাজার টাকার জালনোট, নগদ ৭৩ হাজার টাকা, বিভিন্ন কোম্পানির ৭০টি মোবাইল সেট, ২ টি রামদা , ৩ টি ছুরি, ১ টি চাপাতি, ৪টি পাসপোর্ট, ৫টি অটো সিল, ৪ টি পেনড্রাইভ, ২১ ভরি স্বর্ণালংকার ও ১টি কম্পিউটার সিপিইউ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃকদের বিরুদ্ধে অস্ত্র, জালনোট ও অবৈধ পাসপোর্ট রাখার দায়ে তিনটি মামলা দায়েরের পর ৭দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রূপগঞ্জে করোনার

রুপগঞ্জে আবারো করোনায় আক্রান্তের রেকর্ড-গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬২ জন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনার ভয়াল থাবা আবারো নারায়ণগঞ্জে রুপগঞ্জ উপজেলায়। গত ২৪ ঘন্টায় করোনায় রুপগঞ্জে আক্রান্ত হয়েছে ৬২ জন। তবে গত ২৪ ঘন্টায় রুপগঞ্জে