নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত ৬ জুন জেলার বিভিন্ন এলাকার মধ্যে ১ দিনে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছিল। আবারো ৭ জুন রবিবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় উপজেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৫০ জন।
গত ২৪ ঘন্টায় জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ১০২ জন। এর মধ্যে রূপগঞ্জেই আক্রান্ত হয়েছে ৫০ জন।
এ নিয়ে ৭ জুন রবিবার পর্যন্ত রূপগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে মোট ৫৩৯ জন। ৭ জুন রবিবার নারায়গগঞ্জ জেলাস্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা যায়।
এর আগে গত ৬ জুন শনিবার পর্যন্ত এ উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৪৮৯ জন। এবং মৃতের সংখ্যা ছিল ২ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায় গত ২৪ ঘন্টায় রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ৩ হাজার ৮২০ জনের। তাদের মধ্য থেকে থেকে সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় কোভিট-১৯ পজেটিভ এসেছে ৫০ জনের।
এ নিয়ে এ উপজেলায় গত ২৪ ঘন্টায় ৫০ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ৫৩৯ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে মোট ২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ১০ জন।
র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারোয়ার আলম করোনায় আক্রান্ত-ক্লিক করুন
আরও পড়ুন নিচে ক্লিক করে..
- রবিবার নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ১০২
- শনিবার-নারায়ণগঞ্জে বেড়েছে করোনা সংক্রমণ -ক্লিক করুন এখানে
- দেশের প্রথম করোনা রেড জোন -কক্সবাজার পৌর এলাকা-জানতে ক্লিক করুন
করোনা সংক্রমণ করোনা সংক্রমণ