নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলায় পিস্তলসহ এক ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃত ডাকাতের নাম মোঃ রাজিব হোসেন ওরফে রাজু (২৮)।
সোমবার সন্ধা ৭ টায় র্যাব-১১’র উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেফতার হওয়া ডকাত মোঃ রাজিব হোসেন ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকার মৃত সলু কামালের ছেলে।
নারায়ণগঞ্জে আসার পথে বাসের ভেতরে ড্রাইভার সহ ৬ জন মিলে গনধর্ষণ
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মোঃ রাজিব হোসেন ওরফে রাজু সহযোগীদের যোগসাজশে উপজেলার বরাবো বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিএসসি’র একটি দল রূপগঞ্জ উপজেলার বরাবো এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কাতে গ্রেফতা রকরে। এসমায় তার কাছ থেকে ১টি পিস্তল এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানায় অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলেও জানায় ব্যাব।