নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আগামী দু-এক দিনের মধ্যে সারাদেশে করোনা সংক্রমনে ঝুকিপূর্ণ এলাকা গুলোকে রেড জোন হিসেবে ঘোষনা করে লকডাউন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
১৩ জুন শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, সাধারণ ছুটিতে ‘রেড জোন’ অঞ্চলের সরকারি-বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে। কোন চাকরিজীবীকেই অফিস করতে হবে না। রেড জোন এলাকা থেকে কাউকে বাহির হতে দেওয়া হবে না এবং কাউকে প্রবশ করতেও দেওয়া হবেনা।
তিনি বলেন, টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে গত ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সীমিত পরিসরে অফিসসমুহ চালু হয়ছে। ১৬ জুন থেকে এভাবেই অফিস চলবে, আর নতুন কোনো সিদ্ধান্ত হবে না। যে এলাকা গুলো রেড জোন করা হবে , সেই এলাকা গুলো ব্লক করে দেওয়া হবে। রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করে যে যেখানে আছে সেখানেই থাকবে।
তিনি আরও বলেন, লকডাউন এলাকা গুুলোতে নমুনা পরীক্ষার বুথ বসানো হবে, রাখা হবে এম্বুলেন্স ও করা হবে খাবারের ব্যবস্থা। লকডাউন এলাকা গুলোর চারপাশ ঘিরে রাখা হবে ,যেন কেউ বাহির না হতে পারে।
প্রায় দুইমারে বেসি সমং পর দেশের সবকিছু খুলে দেওয়া হলেও করোনা সংক্রমন ঠেকাতে বিভিন্ন এলাকাকে লাল,সবুজ ও গ্রীন এ তিন ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেয় সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই সিদ্ধান্তের প্রতি সহমত পোষন করেছেন।